রবিবার, ২৪ জুন ২০১৮
সিটির বাসিন্দা বা ভোটার নন এমন লোকদের গাজীপুর ছাড়ার নির্দেশ
Home Page » জাতীয় » সিটির বাসিন্দা বা ভোটার নন এমন লোকদের গাজীপুর ছাড়ার নির্দেশ
বঙ্গ-নিউজ: গাজীপুর সিটির বাসিন্দা বা ভোটার নন এমন সকল লোকদের সংশ্লিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল এ তথ্য জানান।
আসন্ন সিটি কর্পোরেরশন নির্বাচন উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়। বহিরাগতদের শনিবার (২৩ জুন) রাত ১২টার আগে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া নির্বাচন উপলক্ষে রবিবার রাত ১২টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, রবিবার রাত ১২টা থেকে অ্যাম্বুলেন্স, ডাক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশেনের ময়লাবাহী গাড়িগুলো ছাড়া অন্য সব যানবহন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আর পণ্যবাহী ট্রাক বিশেষ করে শিপমেন্ট ২৫ তারিখ মধ্যরাত থেকে ২৬ তারিখ মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসব নির্দেশনার লঙ্ঘন হলে ৬ মাস থেকে ৭ বৎসর পর্যন্ত কারাদণ্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৪৭:২৫ ৫৫৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম