রবিবার, ২৪ জুন ২০১৮

মাফরূহা বেগমের কবিতা ‘কবিগুরূর প্রতি’

Home Page » সাহিত্য » মাফরূহা বেগমের কবিতা ‘কবিগুরূর প্রতি’
রবিবার, ২৪ জুন ২০১৮



 কবিগুরূ

বাংলার সমস্ত সৌন্দর্য্য-রূপ,রং,সজীবতা করেছ লিপিবদ্ধ তোমার লেখনীতে,
যার সূধারস অত্যুগ্র আগ্রহে প্রতিনিয়ত পান করি পিপাসার্ত আমি।
যার সাহিত্যসূধা পান করি আকন্ঠ মগ্নতায়,
যার কাব্যরসে সিক্ত হই,
ডুবে যাই সংগীতের মূর্চ্ছিত সুর শুনে।
হে অমর কবি,
তোমার অলৌকিক অঙ্গুলির ছোয়া বাংলাভাষার প্রতিটি স্তরে,
জীবনের প্রতি পদক্ষেপে।
যেখানেই হস্ত সঞ্চালন সেখানেই তোমার নীরব পদচারনা।
কখনো তোমাকে পাই, প্রেম ও
সৌন্দর্যের স্তাবকরূপে,
কখনোবা ভক্তিমান সাধকরূপে।
কোথায় পেয়েছিলে তুমি এমন
প্রেরনা?
এই সৃষ্টির ব্যাপকতা, এই সমূদ্রের উৎস ধারা?
জীবনের কূলে কূলে ঢেউ জাগানোর মত,সাড়া জাগানোর মত এমন উদ্দীপনা?
কোথা থেকে পেয়েছিলে তুমি?
তুমি বাংলার বুকে রেখে গেছ
অমর কীর্তি বাঙালীর তরে,
চির জাগরূক করে।
নিজেকে ছড়িয়ে ছিটিয়ে গেছ
বাংলার আকাশে আলোতে।
মিশে গেছ বাঙালীর সমগ্র শিল্প সত্বায়।
জয় করে বাংলার বিস্তীর্ন চারণভূমি হয়েছ জয়ী তুমি
আপন বৈভবে, আপন আলোকে।
বাংলার অহংকার তুমি,
হে কালজয়ী সাধক।

বাংলাদেশ সময়: ১:০৭:৪২   ৮৬৫ বার পঠিত   #  #  #