শনিবার, ২৩ জুন ২০১৮

পরিবার হারিয়ে আওয়ামী লীগই এখন আমার পরিবার - শেখ হাসিনা

Home Page » জাতীয় » পরিবার হারিয়ে আওয়ামী লীগই এখন আমার পরিবার - শেখ হাসিনা
শনিবার, ২৩ জুন ২০১৮



ফাইল ছবি  বঙ্গ-নিউজ: পরিবার হারিয়ে আওয়ামী লীগই এখন আমার পরিবার হয়েছে। বাংলাদেশ যা কিছু পেয়েছে আওয়ামী লীগ আমলে পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জুন) দুপুরে গণভবনে আয়োজিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেছেন তিনি।

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, এটা নিজেদের ভোগ বিলাসের জন্য না। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। রাজনীতি দেশের মানুষের কল্যাণের জন্য, দেশ গড়ার জন্য।’

আওয়ামী লীগ সভাপতি বলেছেন, বাংলাদেশের ইতিহাস জাতির পিতার ইতিহাস। যুদ্ধ শেষে জাতির পিতার অনুরোধে মিত্রবাহিনী ফেরত নিয়েছিল ভারত। যা পৃথিবীর আর কোন দেশে এমন মিত্রবাহিনী ফেরত নেওয়ার ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধুর প্রতিটি পদচারণা মানুষকে উদ্বুদ্ধ করেছে। ৭ই মার্চের ভাষণে তিনি যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা দিয়েছিলেন। আজকে সেই ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরা মানুষের জন্য কাজ করেছি। যার কারণে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আর বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষ খুন করে।

বাংলাদেশ সময়: ২০:০৫:১৩   ৫২২ বার পঠিত   #  #  #  #  #  #