শনিবার, ২৩ জুন ২০১৮
তামান্না জেসমিনের কবিতা ‘ইলিশ’
Home Page » সাহিত্য » তামান্না জেসমিনের কবিতা ‘ইলিশ’মাছের রাজা নামটি ইলিশ
জাতীয় মাছের খেতাব
এভেইলেবল নয়তো সে যে
রাজার মতন স্বভাব !
বিচিত্রতায় ভরা জীবন
আধা লবন জলে
উজান স্রোতে দ্রুত চলা
রুপালি মায়া ছলে l
আড়িয়াল খা , তেতুলিয়া
মেঘনা নদীর বুকে
পদ্মা , ভোলা , বলেশ্বরে
ডাকাতিয়ার ডাকে l
ডিম ফুটে রেনু যতো
ঊপকূলে , মোহনায়
একটু খানি বড় হলে
মিঠা জলে চলে যায় l
বাচ্চা ইলিশ কিশোর বেলায়
নামটি যে হয় জাটকা
কারেন্ট জালে লক্ষ্য কোটি
মরছে পড়ে আটকা l
ইলিশ বাচাঁও ইলিশ বাচাঁও
এ টুকু হোক বাসনা
তৃপ্তিটা হোক টাইটুম্বুর
বাঙ্গালীদের রসনা l
বাংলাদেশ সময়: ৩:২০:২৫ ১৩৮৭ বার পঠিত # #ইলিশ নিয়ে কবিতা #ইলিশের যত্ন #বাংলার ইলিশ #মাছের রাজা ইলিশ