রবিবার, ১৬ জুন ২০১৩
জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে: মওদুদ
Home Page » জাতীয় » জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে: মওদুদবঙ্গ- নিউজ ডটকমঃ সিটি নির্বাচনে ১৮ দলের অংশগ্রহণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলা আন্দোলনের অংশ ছিল মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।রোববার দুপরে জাতীয় প্রেস কাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ বলেন, জনগণ সরকারের বাঁধা বিপত্তি ও চোখ রাঙ্গানি উপেক্ষা করে চারটি সিটি নির্বাচনে সরকারের বিরুদ্ধে রায় দিয়ে অনাস্থা প্রকাশ করেছে।
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ জানিয়েছে তত্ত্বাবধায়ক ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন দেশের মাটিতে হতে দেয়া হবে না।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো তুলনা করা যাবে না। কারণ সিটি নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচন হচ্ছে সরকার নির্ধারণের নির্বাচন।
এ সময় জাতীয় নির্বাচনে বিএনপি কোনো দলীয় সরকারের অধীনে অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি।
এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির নিবার্হী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো: রহমতউল্লাহ, ডেমোক্রেটিক মুভমেন্টের সাধারণ সম্মাদক মাহমুদুল করিম খান, আজিজুল হাই সোহাগ।
বাংলাদেশ সময়: ২০:৪৭:০৬ ৪২০ বার পঠিত