বুধবার, ২০ জুন ২০১৮
কণ্যা সন্তানের জনক হলেন রাসেল আহমদ
Home Page » সারাদেশ » কণ্যা সন্তানের জনক হলেন রাসেল আহমদআল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজ:-সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জননেতা রাসেল আহমদ কণ্যা সন্তানের জনক হয়েছেন।
রাসেল আহমদ’র ছোট ভাই অমিত হাসান রাজু বঙ্গ-নিউজকে জানায়,সোমবার ১৮জুন ৫টা ৪০মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারে সুস্থ্য অবস্থায় কণ্যা সন্তানের জন্ম দেন রাসেল আহমদ এর স্ত্রী সাজেদা আহমদ। এই নবজাতক কণ্যা সন্তানের আগমনে আমাদের পরিবারে বইছে খুশির আমেজ।আহমদ দম্পতির অভিজিৎ নামে আরোও এক ছেলে আছে বলে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
আহমদ দম্পতির নবজাতক সন্তানের জন্য বঙ্গ-নিউজের পক্ষ থেকে জানাই অভিনন্দন।
বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৮ ৬৫২ বার পঠিত