বুধবার, ২০ জুন ২০১৮

ঢাকা রেলওয়ে থানার বাথরুমে ভারতীয় এক নারীর সন্তান প্রসব

Home Page » প্রথমপাতা » ঢাকা রেলওয়ে থানার বাথরুমে ভারতীয় এক নারীর সন্তান প্রসব
বুধবার, ২০ জুন ২০১৮



ঢাকা কমলাপুর রেলষ্টেশন  বঙ্গ-নিউজ:  ঢাকা রেলওয়ে থানার বাথরুমে ছেলে সন্তান প্রসব করেছে ভারতীয় এক নারী। পরে মা-ছেলেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারীর নাম রোকসানা আক্তার। রোকসানার বাবার নাম রাসুল এবং মায়ের নাম খারুন্নেসা। তাদের গ্রামের বাড়ি ভারতের মাইসুর জেলার বেঙ্গল থানা এলাকায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুরে আসছিলেন রোকসানা। পথে গেন্ডারিয়া স্টেশনে ব্যথা অনুভব করেন। তখন তার সঙ্গে কেউ ছিল না। কমলাপুর স্টেশনে এলে ট্রেন কর্তৃপক্ষ রোকসানাকে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন। থানায় আসার পর রোকসানা বাথরুমে যেতে চান।

তিনি বাথরুমে গিয়ে বেশ কিছুটা সময় নেন। পরে বাথরুম থেকে পুলিশ সদস্যরা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। বাথরুমের দরজা খুললে রোকসানাসহ তার সন্তানকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, রোকসানা ভারতীয় নাগরিক। তার স্বামীর নাম আবদুল। তিনি বাংলাদেশি নাগরিক। রোকসানা বাংলায় কথা বলতে পারেন না।

সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। এখন মা-ছেলে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বেডে ভর্তি আছেন। চিকিৎসকরা বলছেন, মা-ছেলে দু’জনই সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১১:০১:০১   ৫৮৯ বার পঠিত   #  #  #  #  #  #