
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
ভাঙ্গায় পাষন্ড পুত্রের ছুরিকাঘাতে নির্মম ভাবে পিতা খুন
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় পাষন্ড পুত্রের ছুরিকাঘাতে নির্মম ভাবে পিতা খুনএস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষ্মনপাড়া গ্রামের মৃত গোপাল শিকদারের পুত্র আক্কাস শিকদার (৫০) নিজ পুত্র শাহআলম শিকদারের (২০) হাতে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে। সোমবার রাত ৯টায় গাবতলী নামক স্থানে সড়কের উপরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এবিষয়ে স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা যায়, নিহতের ২য় স্ত্রী ও পুত্র শাহআলম বিগত সময়ে বিভিন্ন ভাবে হুমকি-ধামকী দেয়। ঘটনার সময় আক্কাস শিকদার নিজ মুদি দোকানে থাকাকালীন সময়ে শাহআলম বাকবিতন্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ী কোঁপাতে থাকে। পরে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে ঘাতক শাহআলম দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে নিহতের তৃতীয় স্ত্রী জিয়াসমিন বেগম (২৮) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, দ্রুত আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:০৬:০৫ ৫৮১ বার পঠিত #ভাঙ্গায় পাষন্ড পুত্রের ছুরিকাঘাতে নির্মম ভাবে পিতা খুন