মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
রূপগঞ্জে সুবর্ণাকে হত্যা মামলায় রাসেল নামে এক আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর
Home Page » মুক্তমত » রূপগঞ্জে সুবর্ণাকে হত্যা মামলায় রাসেল নামে এক আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর
বঙ্গ-নিউজ: শিশু সুবর্নাকে ২ দিন ঘরে আটকে রেখে পাশবিক নির্যাতনের পর হত্যা করেছিলো সাব্বির, রাজু, ইয়ামিন, রনি ও রাসেল নামে কতিপয় যুবকরা। ২ দিন নির্যাতন ও ধর্ষনের পর ক্ষতিকর জীবননাশক ট্যাবলেট খাইয়ে হত্যা করে শিশু সুবর্নাকে। শিশু সুবর্না মৃত্যুর আগে তার বাবাকে
মর্মান্তিক মূহুর্তের কথাগুলো বলে গিয়েছে।
সুবর্ণার কথার ভিত্তিতে তার পরিবার মামলা দায়ের করলে রাসেল নামে এক আসামি কে ১৪ জুন বৃহস্পতিবার ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং পুলিশ রাসেলের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এবং বাকি আসামিদের গ্রেফতার করার অভিযান চলছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪:৫২:০৯ ১১৯৫ বার পঠিত