
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বাবাসহ দুই মেয়ের মৃত্যু
Home Page » এক্সক্লুসিভ » সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বাবাসহ দুই মেয়ের মৃত্যু
বঙ্গ-নিউজ: সেলফি তুলতে গিয়ে নরসিংদীর পুরানপাড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবাসহ দুই মেয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার (১৮ জুন) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজিজুর রহমান (৪০), তার মেয়ে তারিন (১৪) ও তুলি (৩)। নিহতরা শহরের বিলাসদী এলাকায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
পুলিশ জানায়, বিকেল আনুমানিক ৬টায় নরসিংদী শহরের বিলাসদী বাড়ি থেকে আজিজুর রহমান তার দুই মেয়েকে নিয়ে ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়।
পুরানপাড়া ব্রিজের রেল লাইনে উপরে আজিজ তার দুই মেয়েকে নিয়ে সেলফি তুলতে দাঁড়ায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী উপকূল ট্রেনের নিচে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
রেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ আলম বলেন, আমাদের ধারণা তারা ব্রিজে ঘোরাঘুরি করছিল। ট্রেন চলে এলে তারা আর ব্রিজ থেকে বের হতে পারেনি। তাই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১২:০৫:২২ ৫৫৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম