
সোমবার, ১৮ জুন ২০১৮
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু, ২৬ জুন ভোট
Home Page » জাতীয় » গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু, ২৬ জুন ভোট
বঙ্গ-নিউজ: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আজ সোমবার (১৮ জুন)। আওয়ামী লীগ-বিএনপি উভয় পক্ষের প্রার্থীরা আজ থেকে পুরোদমে প্রচারণা নেমে পড়বেন। নিজ নিজ প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণার জন্য নানান ধরনের কৌশল নির্ধারণ করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীককে বিজয় করতে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দফায় দফায় বৈঠক করেছেন।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা বিজয়ের পর গাজীপুরে আওয়ামী লীগ উজ্জীবিত হয়ে নৌকার পক্ষে মাঠপর্যায়ে কাজ করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বেড়েছে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিগত রমজান মাসে দলীয় ইফতার মাহফিলগুলোতে উপস্থিত হয়ে সকল কোন্দল মিটিয়ে নৌকাকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করার আহ্বান জানান।
এদিকে বসে নেই বিএনপি প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারও। তিনি বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আজ থেকে মাঠে নামবেন। কারণ আজ থেকে নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণার অনুমতি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ৯:০০:৩৪ ৫৫৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম