সোমবার, ১৮ জুন ২০১৮

ঈদের ছুটি শেষ,সোমবার থেকেই সরগরম হয়ে উঠবে সব অফিস আদালত

Home Page » জাতীয় » ঈদের ছুটি শেষ,সোমবার থেকেই সরগরম হয়ে উঠবে সব অফিস আদালত
সোমবার, ১৮ জুন ২০১৮



 

 

প্রতীকি ছবি - অগ্রণী ব্যাংক ভবন

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে আজ রোববার (১৭ জুন)। আগামীকাল সোমবারই (১৮ জুন) খুলবে সরকারি অফিস। সোমবার থেকেই আবার সরগরম হয়ে উঠবে অফিস আদালত।

ঈদুল ফিতরের ছুটির আগে গত বৃহস্পতিবার ছিল শেষ অফিস। অফিস করেই অনেকে ওইদিনই চলে যান নিজ জেলায়, নিজ গ্রামে। পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্যই ছুটে যাওয়া।

এবার ঈদের ছুটি ছিল মোট তিনদিন। এরমধ্যে দুদিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ঈদের ছুটি বলতে শুধু রোববার একদিনই পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।

বরাবরই ঈদুল ফিতরের ছুটি ঘোষণার সময় বাড়তি একদিন হাতে রেখে ঘোষণা করা হয়। এবারও ১৫ থেকে ১‌৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি ঘোষণা করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে যদি ঈদ ১৬ জুন শনিবারের পরিবর্তে ১৭ জুন রোববার অনুষ্ঠিত হতো তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা ১৮ জুন সোমবার বাড়তি আরো একদিন ঈদের ছুটি ভোগ করার সুযোগ পেতেন।

শুক্রবার ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদ উদযাপিত হয়। ফলে রোববারই শেষ হয় ঈদের ছুটি। আগামীকাল সোমবার থেকে যথারীতি খুলছে অফিস-আদালত।

বাংলাদেশ সময়: ৮:৫১:১৫   ৬২৯ বার পঠিত   #  #  #  #  #  #