সোমবার, ১৮ জুন ২০১৮

যে কোনো পরাশক্তি দলের বিপক্ষে দুর্বার ম্যাক্সিকো

Home Page » প্রথমপাতা » যে কোনো পরাশক্তি দলের বিপক্ষে দুর্বার ম্যাক্সিকো
সোমবার, ১৮ জুন ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। যে কোনো পরাশক্তি দলের বিপক্ষে দুর্বার ম্যাক্সিকো। রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচেও তা আবারও দেখিয়ে দিয়েছেন তারা। চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচের ১-০ গোলে হারিয়ে দিলো মেক্সিকো।

রোবাবার (১৭ জুন) মস্কোতে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকো প্রথমে এগিয়ে হার্ভিং লোজানোর চমৎকার গোলে। ম্যাচের ৩৫ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া একটি বল নিয়ে বক্সে ঢুকেই আড়াআড়ি শটে গোল দেন তিনি।

পাল্টা আক্রমণ থেকে এই গোলটি করে রীতিমতো স্তব্ধ করে দেন মাঠে উপস্থিত দর্শকদের। জার্মানির দুর্বার রক্ষণ ভেদ করে অসাধারণ গোলটি করেন তিনি।

বাংলাদেশ সময়: ৮:২৯:১৯   ৬৪১ বার পঠিত   #  #  #  #  #  #