সোমবার, ১৮ জুন ২০১৮

ড্র করে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা ভক্তরা হতাশ হয়েছে

Home Page » প্রথমপাতা » ড্র করে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা ভক্তরা হতাশ হয়েছে
সোমবার, ১৮ জুন ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ:  রাশিয়া বিশ্বকাপের প্রথম খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দুর্দান্ত খেলেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দেশ-বিদেশে ব্রাজিল আর্জেন্টিনা দলের সবচেয়ে বেশি সাপোর্টার রয়েছে। বিশ্বকাপ খেলায় এবারই প্রথম চান্স পাওয়া দুর্বল আইসল্যান্ডের সাথে ড্র করে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা ভক্তরা হতাশ হয়েছে। আর্জেন্টিনা তাদের ভক্তদের যেমন হতাশ করেছে। ব্রাজিলের খেলোয়াররাও হতাশ করেছে ভক্তদের। সুইজারল্যান্ডের সাথে ড্র করেই মাঠ ছেড়েছে ব্রাজিল।

খেলা শুরুর ১৯ মিনিটের মাথায় প্রথম সুইজারল্যান্ডের জালে বল পাঠান ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার কৌতিনহো। তবে বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত উভয়পক্ষের কেউ আর গোল করেত পারেনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কেলার ৪৬ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ক্যাসেমিরো। খেলার ৪৯ মিনিটে কর্ণারের শর্টে হেড করে ব্রাজিলের জালে বল পাঠান সুইজারল্যান্ডের ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার স্তেভেন জুবার। এ গোলের মাধ্যমে খেলার সমতায় ফিরে সুইজারল্যান্ড। এরপরই ব্রাজিল একাধিববার গোল করার সুযোগ পেলেও গোল করতে পারেনি কেউ।

এদিকে খেলার ২৪ মিনিটে নেইমারকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন সুইজারল্যান্ডের ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সুইজারল্যান্ড অধিনায়ক স্তেফান লিখস্টাইনার। এরপর নেইমারকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন সুইজারল্যান্ডের ২২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার ফাবিয়ান শায়ের। সেই নেইমারকেই ফের ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন ভালোন বেহরামি। বেশ বয়েকবার গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।

সুইজারল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নেমেছিল ব্রাজিল। যদি নেইমারের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছিল যে, নেইমার খেলার জন্য শতভাগ ফিট নয়। তবে শেষ পর্যন্ত মাঠে নেমেছে নেইমার। খেলার অধিকাংশ সময়ই বল ছিল ব্রাজিলের দখলে।

ব্রাজিল একাদশ: অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, পওলিনহো, ক্যাসেমিরো, কৌতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস এবং নেইমার।

সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সোমার, মানুয়েল আকানজি, হারিস সেফেরোভিচ, স্তেফান লিখস্টাইনার, গ্রানিত ঝাকা, ভালোন বেহরামি, রিকার্দো রদ্রিগেজ, স্তেভেন জুবার, হেরদান শাকিরি, ফাবিয়ান শায়ের।

বাংলাদেশ সময়: ৮:২০:৫১   ৪৯৭ বার পঠিত   #  #  #  #  #  #