সোমবার, ১৮ জুন ২০১৮

শুন্যে ডানা মেলেছি -মাফরূহা বেগম

Home Page » সাহিত্য » শুন্যে ডানা মেলেছি -মাফরূহা বেগম
সোমবার, ১৮ জুন ২০১৮



শুন্যে ডানা মেলেছি

তুমি যেখানে শেষ করেছিলে
আমার সেখান থেকেই শুরু।
যখন তুমি আমায় স্বপ্নদেখা থেকে বঞ্চিত করলে,
তখন থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি।
রূক্ষ পোড়ামাটির ধূ ধূ প্রান্তর ধরে, একমাথা সূর্য্  মাথায় নিয়ে,
আমি হেটেছি দীর্ঘ্ পথ,
সবুজ ছায়ার আশায়।
কূলহীন নদীর তীরে বসে আমি
পথ খুঁজেছি পাড়ি জমাবার,
অচেনা তীরের ঠিকানায়।
সমুখের সীমাহীন আধারে
আমি অন্ধের মত হাতড়ে
খুজে ফিরেছি আলোর সংকেত।
দূ্র্যোগপূর্ন সংকটময় পথে
পথ চলতে গিয়ে আমি জেনোছি,এখানেই সবকিছুর শেষ নয়,সমুখের পথ এখনো অনেক বাকী।
আমাকে যেতে হবে বহুদূরে।
জীবনের যতটুকু আমি দেখেছি,
জেনেছি, জীবন ততো ছোট নয়, তার থেকে অনেক অনেক বড়।
বিশাল আকাশের মত।
তখন থেকেই আমি উড়তে শিখে শুন্যে ডানা মেলেছি।

বাংলাদেশ সময়: ৩:৫৪:২৯   ৫২৬ বার পঠিত