শুন্যে ডানা মেলেছি -মাফরূহা বেগম

Home Page » সাহিত্য » শুন্যে ডানা মেলেছি -মাফরূহা বেগম
সোমবার, ১৮ জুন ২০১৮



শুন্যে ডানা মেলেছি

তুমি যেখানে শেষ করেছিলে
আমার সেখান থেকেই শুরু।
যখন তুমি আমায় স্বপ্নদেখা থেকে বঞ্চিত করলে,
তখন থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি।
রূক্ষ পোড়ামাটির ধূ ধূ প্রান্তর ধরে, একমাথা সূর্য্  মাথায় নিয়ে,
আমি হেটেছি দীর্ঘ্ পথ,
সবুজ ছায়ার আশায়।
কূলহীন নদীর তীরে বসে আমি
পথ খুঁজেছি পাড়ি জমাবার,
অচেনা তীরের ঠিকানায়।
সমুখের সীমাহীন আধারে
আমি অন্ধের মত হাতড়ে
খুজে ফিরেছি আলোর সংকেত।
দূ্র্যোগপূর্ন সংকটময় পথে
পথ চলতে গিয়ে আমি জেনোছি,এখানেই সবকিছুর শেষ নয়,সমুখের পথ এখনো অনেক বাকী।
আমাকে যেতে হবে বহুদূরে।
জীবনের যতটুকু আমি দেখেছি,
জেনেছি, জীবন ততো ছোট নয়, তার থেকে অনেক অনেক বড়।
বিশাল আকাশের মত।
তখন থেকেই আমি উড়তে শিখে শুন্যে ডানা মেলেছি।

বাংলাদেশ সময়: ৩:৫৪:২৯   ৫২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ