সোমবার, ১৮ জুন ২০১৮

বাবা কে আদুরীর খোলা চিঠি-হাজেরা বেগম

Home Page » সাহিত্য » বাবা কে আদুরীর খোলা চিঠি-হাজেরা বেগম
সোমবার, ১৮ জুন ২০১৮



 বাবা কে আদুরীর খোলা চিঠি

বাবা গো তুমি আজ নেই । অনেক দুরে পরোলোকে পাড়ি দিলে এ জগত ছেড়ে সব রেখে গেলে,সঙ্গে আমাকেও ।একবার ও চিন্তা করো নাই কেমন করে তোমাকে ছেড়ে থাকবে তোমারই আদুরী। কত যত্ন করে আদরে আদরে হাজার নিয়ম কানুন আর উজার করা ভালোবাসায় নিজের মতো করে গড়ে তুলেছো নিজ আত্মার আত্মজকে ।
জন্মের আগে থেকেই আনন্দে উৎফুল্ল ছিলে। মায়ের যত্নের মাধ্যমে অনাগত অদেখা আত্মজের চিন্তায় কি করবে, কি করবে না শত ব্যস্ততার মাঝেও মায়ের ঔষধ খাওয়া ডাক্তারের নিয়ম অনুযায়ী হাঁটা চলা করতে নেয়া সব কিছুর উপর তোমার খবরদারি সবই যে এই আমার জন্য ভালোবাসা — কেমনে ভুলি তোমায় , তুমি যে আমার বাবা —

বাংলাদেশ সময়: ১:২৯:৫৬   ৬৫০ বার পঠিত   #  #  #