শনিবার, ১৬ জুন ২০১৮
ঈদের খুশীতে— হাজেরা বেগম
Home Page » সাহিত্য » ঈদের খুশীতে— হাজেরা বেগম
ঈদের খুশীতে রোজার শেষে
আনন্দই আনন্দে
সাবাই মিলি নূতন সাজে
পাড়া মাতাবো ঈদের গানেতে—
মেহদি রঙ আর বাহারী চুড়ি
থরে থরে সাজানো দেখি
ঝুমকো আছে আলতা আছে
আরো আছে সুগ্ধিরে—
যুবা বৃদ্ধ সাবার তরে চাই
নকশা কাটা নূতন পাঞ্জাবীটাই—
নামাজ পড়বে এক কাতারে
দু’হাত তুলে দুরূদে আর মোনাজাতে —
ঈদের খুশীর কোলাকুলি
সেমাই জর্দ্দা খাবে সবাই মিলি—
বাড়ী বাড়ী ঈদ আনন্দে
রকমারি খাবারে আছে ভরি—
বাংলাদেশ সময়: ২২:১৫:৫০ ৫৪১ বার পঠিত