শনিবার, ১৬ জুন ২০১৮

ঈদের দিনে -মাফরূহা বেগম

Home Page » সাহিত্য » ঈদের দিনে -মাফরূহা বেগম
শনিবার, ১৬ জুন ২০১৮



 ঈদের দিনে

মিলেছে আজ সবে ঈদ্গাহের প্রান্তে,
হেসে হেসে কোলাকুলি করে
নামাজান্তে।
ছোট ছোট শিশুগুলি আনন্দে
হাসছে,
রঙিন বেলুনগুলি বাতাসে ভাসছে।
হাসিখুশী সবে আজ যেদিকেতে
চোখ যায়,
ঈদের আনন্দটা রাখবার ঠাই নাই।
মেয়েরা নানাসাজে করেছে সাজযে,
খুশীর ডানায় ভেসে ঈদ এলো আজযে।
সেরা দামী পোষাকটা ধনীরা পরে তাই,
গরীবের ভাগ্যেও সস্তাটা জুটে যায়,
পোলাও,কোর্মা আর ফিরনির গন্ধে,
ভরেছে ভূবণখানি কি মধুর ছন্দে।
মিলেছে যে একসাথে কি মহান দৃশ্য,
মুসলিম ভাই সবে রাসুলের শিস্য
ছোটবড় আজ কোন ভেদাভেদ
নাইতো,
পাশাপাশি আজ সবে দাড়িয়েছে তাইতো।

মাফরূহা বেগম

বাংলাদেশ সময়: ২১:১৫:৪৮   ৫৩৪ বার পঠিত