
শনিবার, ১৬ জুন ২০১৮
মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৯ জন গ্রেপ্তার
Home Page » জাতীয় » মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৯ জন গ্রেপ্তার
বঙ্গ-নিউজ: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান জানান, শুক্রবার (১৫ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪৭ গ্রাম হেরোইন, ১ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে
বাংলাদেশ সময়: ২০:৫২:৫৮ ৫৪৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম