শনিবার, ১৬ জুন ২০১৮

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ,দলীয় নেতারা ফিরে গেছেন, সুযোগ পেলন স্বজনরা

Home Page » জাতীয় » খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ,দলীয় নেতারা ফিরে গেছেন, সুযোগ পেলন স্বজনরা
শনিবার, ১৬ জুন ২০১৮



 

ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে প্রবেশ করেছেন তার স্বজনরা। শনিবার (১৬ জুন) দুপুর সোয়া ২টার দিকে খালেদার ২০ স্বজনকে কারাগারে প্রবেশ করতে দেখা যায়। তাদের মধ্যে খালেদা জিয়ার ভাই-ভাবি এবং আত্নীয়-স্বজন রয়েছেন। দলীয় নেতারা সুযোগ না পেলেও কারাবন্দি তিনটি গাড়িতে করে তারা কারা ফটকে যান। এর পরে ফুল ও খাবার নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করেন তারা।

এর আগে, দলীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কারা ফটক থেকে ফিরে গেছেন। খালেদা সঙ্গে দেখা করতে আসা নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। ছবি সংগৃহীত

এ বিষয়ে পুলিশের পরিদর্শক আল মামুন ভুঁইয়া বলেন, গত পরশু বিএনপির পক্ষ থেকে আজ শনিবার (১৬ জুন) খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু এ ব্যাপারে কারা অধিদফতরের কোনো অনুমতিপত্র তাদের কাছে আসেনি। এ জন্য বিএনপির নেতাদের সাক্ষাৎ করতে দেয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২০:৪০:৪৫   ৩৮৪ বার পঠিত   #  #  #  #  #  #