শনিবার, ১৬ জুন ২০১৮

ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘জল না পানি’

Home Page » সাহিত্য » ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘জল না পানি’
শনিবার, ১৬ জুন ২০১৮



জল না পানি

ঐ মাঝ বয়সী সাদা শাড়ি পড়া মেয়েটি
পূর্ণিমার চাঁদ এসে ঢেউ খেলে যায় ‘ওর’ খোলা চুলে।
পদ্মা নদীর ছোটো ছোটো জলের তরঙ্গে জ্যোৎস্না।
রূপোলি……চারদিক রূপোর চাদরে মোড়া পদ্মা।
ঐ মাঝ বয়সী বিধবা, পদ্মার বুক চিরে এগিয়ে চলে।
গন্তব্য জানা নেই, ওপারের বাংলার স্মৃতি চোখ বুজে অনুভব করে।
এক নিস্তব্ধতা …..একটি ডিঙ্গিঁ নৌকা থেকে ফকির লালনের গান
ভেসে আসে পদ্মার মাঝে, “জলের উপর পানি…. না পানির উপর জল…. বল খোদা বল…. খোদা বল……..
ঐ গান বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, সাদা শাড়ি
পরা একাকী মেয়েটি এদিক, ওদিক, দেখে নেয়।
বিধবা মেয়েটির মনে কত স্মৃতি ভিড় করে,
‘জল’ ও ‘পানি’ দুটোই বড়ো নিপীড়িত করেছে ওকে।
আজ তাই পাড়ি এক অজানা গন্তব্যের খোঁজে।
মাঝ আকাশে পূর্ণিমার চাঁদের ছটা।
সব মলিনকে ধুয়ে দিয়ে এক নতুন ভোর এর অপেক্ষায়।
পূবের আকাশ লাল হয় ধীরে ধীরে।
রূপালী রাত গিয়ে সোনালী দিনে পা ফেলে।
ভোর হল, ঐ মাঝ বয়সী বিধবার সাদা শাড়িটা কেমন বেমানান।
‘ওর’ জীবনে কি এক নতুন সকাল এল?

ঋত্বিক বন্দ্যোপাধ্যায়


ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১-শে এপ্রিল ১৯৬১, কলকাতার সঙ্গীতমনস্ক বন্দ্যোপাধ্যায় পরিবারে। বাবা স্বর্গীয় চিত্তপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ভীশ্বদেব চেট্টাপাধ্যায় এর প্রিয় ছাত্র। কাকা পীযূষপ্রসন্ন পণ্ডিত রবিশঙ্করের শিল্পশিক্ষায় দীপ্ত। ১৭ বছর বয়সে নিজেকে স্বাবলম্বী করা ও দেশমাতৃকার সেবায় নিজেকে সমর্পিত করার জন্য ভারতীয় বায়ুসেনায় যোগদান এবং ২১ বছর ধরে এই নিষ্ঠাপালন। ১৯৯৯ সালে বায়ুসেনা থেকে সেবানিবৃত্তির পর আই আই টি খড়্গপুরে যোগদান। ২০০৭ সালে রবীন্দ্রভারতীকে আপন করে নেওয়া এবং নিরাপত্তা সুরক্ষা অধিকারী হিসেবে যোগদান। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রকল্যাণ অধিকারী, Purchase Officer এবং Law Officer এর দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের Security and Disaster Management পাঠ্যক্রমের কো-অর্ডিনেটর এর দায়িত্বপ্রাপ্ত। ২০১৬ -তে আমন্ত্রণমূলক বক্তৃতা প্রদান অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৬   ১৮৬০ বার পঠিত