শনিবার, ১৬ জুন ২০১৮

বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে সমস্ত রাজনীতি হাঁটুর ব্যাথার মধ্যে আটকে গেছে

Home Page » প্রথমপাতা » বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে সমস্ত রাজনীতি হাঁটুর ব্যাথার মধ্যে আটকে গেছে
শনিবার, ১৬ জুন ২০১৮



 


ছবি সংগৃহীত 
বঙ্গ-নিউজ: বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার হাঁটু ব্যাথা আর কোমর ব্যাথায় আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার (১৫ জুন) বেলা ১২টার দিকে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকারের নানামূখী পদক্ষেপের কারণে দেশের মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছে। সড়কে মেরামতের কাজ দ্রুত চলেছে। যদিও বিএনপি বরাবরই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গতকালও বলেছে। সামগ্রিকভাবে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তাদের সমস্ত রাজনীতি বেগম জিয়ার হাঁটুর ব্যাথা আর কোমর ব্যাথার মধ্যে আটকে গেছে। তাদের সমস্ত মাথা ব্যাথা এখন বেগম জিয়ার স্বাস্থ্য আর হাঁটু ও কোমরের ব্যাথা নিয়ে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা ও উন্নত বিষয় নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার হাঁটুর ব্যাথা বহু দিন আগের। এই ব্যাথা নিয়ে তিনি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। আমরা জেলে যাওয়ার আগে দেখতে পেলাম, হাত ধরে গাড়ি থেকে নামানো হতো, আবার হাত ধরে গাড়িতে ওঠানো হতো। তিনি তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজে গিয়েছিলেন। তখন তিনি কারো হাত ধরা ছাড়াই গাড়ি থেকে নামলেন, আবার হাত ধরা ছাড়াই গাড়িতে ওঠলেন। এতে স্বাভাবিকভাবেই মনে হয়, কারাবন্দি হওয়ার পর ওনার স্বাস্থ্য ভাল হয়েছে।’

বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েই বিএনপির যত নোংরা রাজনীতি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কারাগারে তার স্বাস্থ্যসেবার জন্য সার্বক্ষনিক একজন মহিলা নার্স, একজন পুরুষ নার্স এবং একজন ডাক্তার রয়েছে। প্রতিদিন ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করেন। সপ্তাহে কিংবা দশদিন পরে তার ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করেন।

বাংলাদেশ সময়: ৭:১১:৪১   ৪২২ বার পঠিত   #  #  #  #  #  #