শনিবার, ১৬ জুন ২০১৮

ঈদের দিন মহাসচিবসহ বিএনপি নেতারা কেন্দ্রীয় কারাগারের দিকে যাবেন

Home Page » প্রথমপাতা » ঈদের দিন মহাসচিবসহ বিএনপি নেতারা কেন্দ্রীয় কারাগারের দিকে যাবেন
শনিবার, ১৬ জুন ২০১৮



ফাইল ছবি  বঙ্গ-নিউজ:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকায় ঈদের দিন পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের যাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার (১৫ জুন) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন, কর্মসূচিতে জানানো হয় দলের নেতৃবৃন্দ ঈদের নামাজ শেষে সকাল সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ শেষে মহাসচিবসহ নেতৃবৃন্দ পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হবেন।

কারাগার অভিমুখে যাত্রার এই কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব এবং গুরুত্বপূর্ণ নেতারা যারা ঢাকায় আছেন তাদের সবার অংশগ্রহণের কথা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এদিকে, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর স্বজনেরা সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১৫ জুন) বিকেলে নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তাঁরা।

বিএনপির একটি সূত্র থেকে জানা যায়, বিকেলে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন।

বাংলাদেশ সময়: ৬:৫০:৩৩   ৩৩৮ বার পঠিত   #  #  #  #  #  #