শুক্রবার, ১৫ জুন ২০১৮

বংশীকুণ্ডায় হাসুসের সাহিত্য উৎসব রবিবার

Home Page » বিবিধ » বংশীকুণ্ডায় হাসুসের সাহিত্য উৎসব রবিবার
শুক্রবার, ১৫ জুন ২০১৮



সুধী,
শুভেচ্ছা নেবেন।আশা করি ভালো আছেন।আসন্ন রবিবার বিকাল ২. ০০ ঘটিকায় লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে হাওর,সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস),বাংলাদেশ কর্তৃক প্রয়াত ঔপন্যাসিক ডাঃ মিরাজ উদ্দিন’র স্মরণে আয়োজিত হাসুস’র ১ম সাহিত্য উৎসবে আপনি/আপনারা আমন্ত্রিত।

অতএব আশা করি, উক্ত অনুষ্ঠাণে আপনি/আপনারা উপস্থিত থেকে টাঙ্গুয়া পারে আয়োজিত শুধুমাত্র সাহিত্য নির্ভর ব্যতিক্রমী এই অনুষ্ঠাণটিকে মুহুর্মুহু লেখাপাঠ/অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে প্রাণবন্ত করে তুলবেন।

আহ্বানেঃ

—————————————–
জীবন কৃষ্ণ সরকার
সভাপতি,হাওর,সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস),বাংলাদেশ।
প্রয়োজনেঃ০১৭৩৭৪৮১৫৪৩

বাংলাদেশ সময়: ২৩:০০:১৯   ৪০১ বার পঠিত