শনিবার, ১৬ জুন ২০১৮
আমি চিৎকার করছিলাম,মনে হচ্ছিল আমার শরীর আর আমার সাথে নেই,ছিল দানবের হাতে
Home Page » এক্সক্লুসিভ » আমি চিৎকার করছিলাম,মনে হচ্ছিল আমার শরীর আর আমার সাথে নেই,ছিল দানবের হাতে
বঙ্গ-নিউজ: ‘আমি জানি না কি ঘটছিল আমার সাথে। আমি চিৎকার করছিলাম এবং ব্যথা অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল আমার শরীর আর আমার সাথে নেই। আমার আত্মা অন্য কোথাও ছিল এবং আমার শরীর ছিল দানবের হাতে।’
সিরিয় যুদ্ধে সরকারী সৈন্যদের হাতে সহিংসতা ও নির্যাতনের শিকার সিরিয় এক নারী খোলামেলা কথা বলতে গিয়ে এ বর্ণনা দেন।
বিপ্লবের সাথে জড়িত কোন কোন নাগরিককে আটকের জন্য তার স্ত্রী, মেয়ে বা বোনকে আটক রেখে বার্তা পাঠানো হত। বার্তায় বলা হত, ‘আত্মসমর্পন করুন অথবা আমরা তোমার স্ত্রী, মেয়ে ও বোনকে আটকে রাখব।’
ঐ মহিলা আরও বলেন, ‘সিরিয়ার সংঘাতে যুদ্ধের সময় অস্ত্র হিসেবে ধর্ষণের ব্যবহার হত।’ তিনি ব্যাখা করতে গিয়ে কারাগারের অভ্যন্তরে এরকম কিছু ঘটনা ঘটেছিল বলে জানান।
সেই নারী বলেন, ‘তারা স্বামী, সন্তানদের সামনে ধর্ষণ করত এবং তা ভিডিও করে বিপ্লবিদের পাঠাত।’
নিরব যুদ্ধে ধর্ষিত নারীদের ব্যক্তিগতভাবে ভুগতে হয় সমাজে যখন সে ফিরে আসে। মহিলা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘শাসন ব্যবস্থা আমাকে ধর্ষণ করেছে এবং সমাজও আমাকে প্রত্যাখান করেছে। আপনার সাথে এই ঘটনা ঘটলে আপনি অবশ্যই মারা যেতেন কিন্তু আমার সাথে এই ঘটনার পরও আমি মারা যাচ্ছি না। তাহলে বলুন, আমার কি করা উচিৎ?’
বাংলাদেশ সময়: ৬:১৫:০২ ৫১৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম