রবিবার, ১৬ জুন ২০১৩
“কানাডিয়ান হাইকমিশনার হেদার ক্রুডেন সন্তোষ -সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় ”
Home Page » জাতীয় » “কানাডিয়ান হাইকমিশনার হেদার ক্রুডেন সন্তোষ -সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় ”বঙ্গ- নিউজ ডটকমঃ চার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কানাডিয়ান হাইকমিশনার হেদার ক্রুডেন।রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কূটনৈতিক সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কানাডা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক: ৪০ বছরের অধিক সময়ের সম্পৃক্ততা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ সন্তোষ প্রকাশ করেন।
আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সকল দলকে অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।
হেদার ক্রুডেন বলেন, “সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে অনেক উৎসাহ ব্যঞ্জক ইতিবাচক অর্জন সম্প্রতি রানা প্লাজার দুঃখজনক ঘটনা ও বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির মুখে পড়েছে।”
তিনি বলেন, “কানাডা ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য গত তিন-চার বছরে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দ্বি-পাক্ষিক পণ্য বাণিজ্য ২০০৬ সালে যেখানে ছিল ৬২৮ মিলিয়ন মার্কিন ডলার সেখানে ২০১১ সালে তা দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার। এটা ক্রমাগত বেড়েই চলছে।”
তিনি আরো বলেন, “২০০৩ সালে ১ জানুয়ারি থেকে কানাডার বাজারে বাংলাদেশি পণ্যের জন্য উন্মুক্ত করে দেওয়ায় তৈরি পোশাক রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। কানাডা ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক খুবই তাৎপর্যপূর্ণ। সরকার থেকে সরকার ও ব্যক্তি থেকে ব্যক্তি। উভয় পর্যায়ে সম্পর্ক শক্তিশালী করার প্রতি আহ্বান জানাই।”
বাংলাদেশ সময়: ১৩:২৩:২৯ ৪৪৯ বার পঠিত