বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
ঈদের আনন্দ-গুলশানারা রুবী
Home Page » সাহিত্য » ঈদের আনন্দ-গুলশানারা রুবীচোখের জলে বিদায় নিল
প্রিয় মাস খানি
আবার আসিবে ১১মাস পরে
বেঁচে রব কি না জানি ।
ঈদ আসে ঈদ যায় আনন্দ উল্লাস নিয়ে
কেউ হাসে কেউ কাঁদে ,
ঈদ আর মনের আনন্দ নিয়ে
ঈদের খুশি দিয়ে
রমজান চলে যায় ।
রেখে যায় অপেক্ষার দোয়ারে
আবার কখন আসিবে ।
আনন্দ উৎসব বয়ে যায়
সবার ঘরে ঘরে এলো খুশীর ঈদ
সবার মনে খুশির জোয়ার
আনন্দ মনোরম নিয়ে ,
মহান আল্লাহর দেয়া দান
সকলের দোয়ায় ।
ভরে উঠোক ফুটে ফুটোক
সমিরনের খুশীর আলিঙ্গন ,
সবার মনে যেন থাকে খুশির আনন্দ
ভেটে চেরে মিলে মিশে খাওয়া দাওয়া করো ।
এক সংগে বিতরন করো সবার মনের খুশীর আমেজ
এলো খুশীর ঈদ এলো খুশির ঈদ।
বাংলাদেশ সময়: ৯:১২:৫৮ ১৪১২ বার পঠিত