বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
বিএনপি আগামী নির্বাচনে আসবে-এ বিষয়ে নিশ্চিত তোফায়েল আহমেদ
Home Page » জাতীয় » বিএনপি আগামী নির্বাচনে আসবে-এ বিষয়ে নিশ্চিত তোফায়েল আহমেদ
বঙ্গ-নিউজ: গত নির্বাচন বর্জন করা বিএনপি আগামী জাতীয় নির্বাচনে আসবে-এ বিষয়ে নিশ্চিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বলেন, ‘আওয়ামী লীগ চায় সকল দলের অংশগ্রহণের মধ্যদিয়ে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।’
বুধবার (১৩ জুন) ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি। নির্বাচন কমিশনে নিবন্ধন আইন অনুযায়ী পরপর দুই বার ভোট বর্জনকারী দলের নিবন্ধন বাতিল হতে পারে। এবারও বিএনপি নির্দলীয় সরকার এবং তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া ভোটে যাবে না বলে জানাচ্ছে।
তবে তোফায়েল বলেন, ‘মওদুদ আহমেদরা যত কথাই বলুক না কেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনের আগে তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করবে। কিন্তু তারা জানে সেটা করে তারা সফল হতে পারবে না।’
‘বিগত দিনেও বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সুতরাং তারা ব্যর্থতার দিকে যাবে না। তাদের উচিত হবে নির্বাচনে অংশগ্রহণ করা। যেমন আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি, তাদেরও উচিত হবে গ্রামেগঞ্জে গিয়ে প্রস্তুতি গ্রহণ করা।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তারা নির্বাচনে না এলে এটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা। নিশ্চই তারা রাজনৈতিভাবে আত্মহত্যা করতে চাইবে না।’ বিএনপিকে ‘এলোমেলো’ দল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের কোনো তৎপরতা নেই। আমরা জনগণের খোঁজখবর নেই, ত্রাণ বিতরণ করি কিন্তু বিএনপির কোনো খোঁজ নেই।’
সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে জানিয়ে তোফায়েল বলেন, ‘নির্বাচনকালীন সময়ে সরকার দৈনেন্দিন কাজ করবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’
নির্বাচন কমিশনকে যোগ্য ও দক্ষ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ নির্বাচন কমিশন খুলনা, গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন নির্বাচন পরিচালনা করে প্রমাণ করেছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন যোগ্য।’
ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান মহব্বত জান চৌদুরী, পৌর মেয়র রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৩৬:১৬ ৪৫০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম