বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
লুঝনিকি স্টেডিয়াম সেজেছে নতুন সাজে,বৃহস্পতিবার পর্দা উঠবে ২০১৮ বিশ্বকাপের
Home Page » এক্সক্লুসিভ » লুঝনিকি স্টেডিয়াম সেজেছে নতুন সাজে,বৃহস্পতিবার পর্দা উঠবে ২০১৮ বিশ্বকাপের
বঙ্গ-নিউজ: বৃহস্পতিবার (১৪ জুন) পর্দা উঠবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের। আর তাই মস্কোর লুঝনিকি স্টেডিয়াম সেজে উঠেছে নতুন সাজে। যদিও গোটা রাশিয়াতেই সাজ সাজ রব। তবে এই মুহূর্তে ফুটবলের তীর্থভূমি লুঝনিকিই। কারণ এখানেই যে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার বিশালাকার এই স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব।
এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান কিছুটা ভিন্ন আঙ্গিকে হবে। আর তা দেখার সুযোগ পাবেন ৮০ হাজার দর্শক।
স্বাগতিক ম্যাচ শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন ব্রিটিশ রক মিউজিক তারকা রবি উইলিয়ামস। তার সঙ্গে থাকবেন রাশিয়ার জনপ্রিয় শিল্পী আইদা গারিফুলিনা। তাদের সঙ্গে মঞ্চ কাপাবেন অপেরা আইকন প্লাসিদো ডমিঙ্গো। থাকবেন জনপ্রিয় শিল্পী জুয়ান দিয়েগো ফ্লোরেজ।
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দু’বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর।
এবারের বিশ্বকাপে ৩২টি দেশ অংশ নিলেও এই মুহূর্তে রাশিয়ার রাজধানীতে অবস্থান করছে অন্তত ১২০টি দেশের মানুষ। এবার ফেভারিটের কাতারে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ব্রাজিল।
বাংলাদেশ সময়: ৭:৫২:০৪ ৫৮৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম