বুধবার, ১৩ জুন ২০১৮

ধরা পড়েছে ডলফিনের মতো মাথা বিশিষ্ট একটি মাছ

Home Page » এক্সক্লুসিভ » ধরা পড়েছে ডলফিনের মতো মাথা বিশিষ্ট একটি মাছ
বুধবার, ১৩ জুন ২০১৮



 ছবি:ইন্টারনেট থেকে  স্বপন চক্রবর্তী,  বঙ্গ-নিউজ:  এক সৌখিন মৎস্য শিকারির হাতে এমন একটি মাছ ধরা পড়েছে, যার মাথা দেখতে ঠিক ডলফিনের  মতো। মাছটি ধরারা সাথে সাথে কেউ ছবি তুলে, কেউ কেউ ভিডিও করে তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ৫ জুন চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে এই মাছ শিকারের ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে এটি রুই প্রজাতির এবং স্বচ্ছ পানির মাছ। সাধারণত এশিয়া ও উত্তর আমেরিকায় এই প্রজাতির মাছ দেখা যায়। সৌভাগ্যক্রমে যিনি মাছটি ধরেছিলেন, তিনি এটিকে কিছুক্ষণের মধ্যেই পানিতে ছেড়ে দেন।

সম্প্রতি চীনে খুঁজে পাওয়া অস্বাভাবিক প্রাণিগুলোর মধ্যে এটি একটি। এর আগে গত মাসে চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে ৩০টি নতুন সামুদ্রিক প্রাণি খুঁজে পাওয়া যায়। সেগুলোর একটি ছিল র‌্যাটফিস, যার বৃহদাকৃতির কান এবং চোখ আছে। যদিও তারা অন্ধ। এই ধরনের প্রাণি এর আগে দেখা যায়নি।

মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৫২:১৬   ৬০৪ বার পঠিত   #  #  #  #  #  #