বুধবার, ১৩ জুন ২০১৮

তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

Home Page » জাতীয় » তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফিরেছেন মির্জা ফখরুল
বুধবার, ১৩ জুন ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: লন্ডনে চিকিৎসাধীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফখরুলের এই সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

বিএনপির একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে, লন্ডনে তারেক-ফখরুল বৈঠকে খালেদা জিয়ার মুক্তি ও আগামী একাদশ জাতীয় নির্বাচন বিষয় গুরুত্ব পেয়েছে। তাছাড়া আসন্ন ঈদের পর কি ধরনের পদক্ষেপ নিবে বিএনপি সে বিষয়ে বেশ কিছু দিক-নির্দেশনামূলক আলোচনা হয়েছে তাদের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি হয়তো ঈদের পর রাজনৈতিক মাঠে সক্রিয় হবে। কারণ একাদশ নির্বাচনের সময় চলে এসেছে। তাই সরকারের সঙ্গে একটি রাজনৈতিক সমযোতায় পৌঁছাতেই হবে বিএনপিকে।

এদিকে গত ৩ জুন চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্ল্যাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সেখানের বামরুনগ্রাদ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অধীনে তিনি চিকিৎসা নেন। এরপর তিনি শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য লন্ডনে যান।

বাংলাদেশ সময়: ৮:৩৪:০২   ৫৩৪ বার পঠিত   #  #  #  #  #  #