বুধবার, ১৩ জুন ২০১৮

কে তুমি? -ঋত্বিক ব্যানার্জি

Home Page » সাহিত্য » কে তুমি? -ঋত্বিক ব্যানার্জি
বুধবার, ১৩ জুন ২০১৮



কে  তুমি?

কুপি হাতে ঠোঁটে লাল রঙ মেখে রাস্তার ধারে
দাঁড়িয়ে থাকা অর্ধনগ্ন মেয়েটির দৃষ্টিতে আকর্ষণ আনার চেষ্টা।
গিরিশ পার্ক এর রেলিং ধরে দীর্ঘ অপেক্ষা
হয়ত আজ শরীরের অনিচ্ছা সমর্পণ ও হল না,
তুমি কে ? তুমি কি জানো ?
তোমার ঐ দেহ, বহু অ-সামাজিক মস্তিষ্কের শেকল,
বহু ভদ্র মা-বোনকে সুষ্ঠভাবে জীবন ধারন করার পাথেয়।
পূর্ণিমার চাঁদের কলঙ্ক তুমি, তুমিই আবার ঐ নষ্ট বাবুদের প্রাণকেন্দ্র।
তোমার ঐ অর্ধনগ্ন দেহ দেখে ঘৃণার তীর্যক দৃষ্টি হেনেছে তোমার ঠোঁটে।
তুমি, জয় করেছ নিজেকে, সমাজকে হারিয়ে,
তুমি কে ? তুমি কি জানো?
ঐ গভীর অন্ধকারের কুপির আলো তুমি,
মদে চুড় ঐ বাবুটির দুঃখ-কষ্টের একমাত্র সঙ্গী তুমি,
হারিয়ে যাওয়া কিছু না ভুলতে পারা স্মৃতি তুমি,
তুমি ঐ বলিষ্ঠ - নির্মম পেশীর উদ্ধার কর্ত্রী,
তুমি বিংশ শতাব্দীর ভঙ্গুর পথ,
তুমি কে? জানো কি তুমি?
কাঁপা কাঁপা হাতে প্রথম কুপি নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির একমাত্র সঙ্গী তুমি।
ঐ অমাবস্যার রাতে ঘুট্ ঘুটে অন্ধকার তুমি,
সমুদ্রের উত্তাল ঢেউ সামলাও তুমি।
তুমি-ই- প্রকৃতি– তুমি-ই সেই নারী
যে, এই পৃথিবীর আলো দেখায়, পথ চলতে শেখায়, পুরুষের উদ্দাম শক্তির উৎস
জানো কি তুমি?
ত্রিশূলে বিদ্ধ করে তুমি-ই অসুর নিধন করেছিলে,
ধর্ম রক্ষার্থে, তুমি মা এর রূপে বার বার শান্ত করেছ সদ্যজাতের ক্ষুদা,
তুমি আপার শক্তি ধারণ করো, তুমি-ই ধাত্রী।
ধারন করো এই বিশ্ব, এই বিশাল ব্রহ্মাণ্ড বিলীন হয় তোমাতে।
তুমি-ই আছো সবার বুকের মাঝে, নানা রূপে, নানা রঙে, আকৃতিতে।
জানো কি তুমি? কে তুমি?
তুমি-ই মা - বোন - মেয়ে - ও অর্ধাঙ্গিণী।

ঋত্বিক ব্যানার্জি

বাংলাদেশ সময়: ৪:২৫:৩৭   ১১২১ বার পঠিত