বুধবার, ১৩ জুন ২০১৮

লাইলাতুল কদর— হাজেরা বেগম

Home Page » এক্সক্লুসিভ » লাইলাতুল কদর— হাজেরা বেগম
বুধবার, ১৩ জুন ২০১৮



লাইলাতুল কদর
আজ সেই লাইলাতুল কদর
দোয়া চাই দোয়া চাই
তাই প্রার্থনায় করছি দু’হাত জোড়—

আজ সেই পবিত্র কিতাব নাজীলের রাত
সারা জাহানের তরে বারতা এনেছে
করিছে প্রার্থনা মসজিদে মসজিদে—

ইবাদত করো ইবাদত করো
মুক্তির পথে আলোর দিশা আনো
নিজ অন্তর আত্মার তরে দু’হাত তোলো—

সহস্র রজনীর চেয়ে উত্তম এই লাইলাতুলে
করো না হেলা এরে, দিও না যেতেবিফলে
নামাজ রেজায় হবে পূন্য,হবে প্রার্থনায় কাঁদিলে

এই উত্তম রাতে সারা জাহানে বহিবে ধব্বনি
আল্লাহ্হু আকবর আল্লাহু আকবর
পবিত্রতায় পূর্ণ কর লাইলাতুল কদর—

বাংলাদেশ সময়: ২:২৯:০৭   ৬৮৩ বার পঠিত