মঙ্গলবার, ১২ জুন ২০১৮

অক্টোবর মাসের মধ্যে গোটা সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে- র‌্যাব মহাপরিচালক

Home Page » জাতীয় » অক্টোবর মাসের মধ্যে গোটা সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে- র‌্যাব মহাপরিচালক
মঙ্গলবার, ১২ জুন ২০১৮



 

 

ফাইল ছবি

বঙ্গ-নিউজ: সুন্দরবনের দস্যু বাহিনীকে আত্মসমর্পণের সুযোগ দেয়ার ফলে প্রায় আড়াইশ’র মতো দস্যু র‌্যাবের কাছে আত্নসমর্পণ করেছে। আগামী অক্টোবর মাসের মধ্যে গোটা সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে। অক্টোবরের মধ্যে সুন্দরবনের বাকী দস্যুরা আত্মসমর্পণ না করলে কঠিন পরিস্থিতির শিকার হতে হবে।

মঙ্গলবার (১২ জুন) র‌্যাব-৮ বরিশাল এর সদর দফতরে আত্মসমর্পণ করা দস্যুদের মধ্যে ঈদ উপহার বিতরণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এসব কথা বলেন ।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন তা একটি মহল নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে। চলমান মাধকবিরোধী যুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তাই সব ষড়যন্ত্রকে পণ্ড করে সবাইকে চলমান যুদ্ধে শরিক হওয়ার আহবান জানান তিনি।

র‌্যাব-৮ এর পরিচালক আতিকা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান ও বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান

বাংলাদেশ সময়: ২১:০০:২৫   ৪৫২ বার পঠিত   #  #  #  #  #  #