মঙ্গলবার, ১২ জুন ২০১৮

কাজী ফারুক আহমেদের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল ঘোষণা

Home Page » প্রথমপাতা » কাজী ফারুক আহমেদের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল ঘোষণা
মঙ্গলবার, ১২ জুন ২০১৮



 

ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: কাজী ফারুক আহমেদের গঠিত ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন দলের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। মঙ্গলবার (১২ জুন) নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

ইসি সচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে নবম সংসদের আগে গড়ে উঠা দলটি কোনো ধরনের প্রতিবেদন ও প্রয়োজনীয় শর্তাদি প্রতিপালনে ব্যর্থ হয়েছে, যার ফলে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কাছে বারবার কমিশন প্রতিবেদন চেয়েছে; তারা তা দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি নিবন্ধন শর্তও প্রতিপালন করছে না দলটি। তাই কমিশন দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করেছে।’

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলগুলোকে নিবন্ধন দেয়ার সুযোগের পাশাপাশি বিদ্যমান নিবন্ধিত দলগুলোর কার্যক্রমও খতিয়ে দেখছে ইসি। এরই ধারবাকিতায় নিবন্ধন গেল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের।

২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন চালুর পর ২০০৯ সালে নবম সংসদ নির্বাচনের পরে ফ্রিডম পার্টি, দশম সংসদের আগে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়। একাদশ সংসদ নির্বাচনের আগে বাতিল হল ২৯ নম্বর নিবন্ধিত দল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৮ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার তৎকালীন চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের নেতৃত্বে ‘ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন’ এর আত্মপ্রকাশ ঘটে।

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০০৯ সালের ২৪ মে কাজী ফারুককে প্রশিকার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এরপর দলটির কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল হল ৩৯টি।

বাংলাদেশ সময়: ২০:২১:২৩   ৫২৭ বার পঠিত   #  #  #  #  #  #