মঙ্গলবার, ১২ জুন ২০১৮

বংশীকুণ্ডায় ঈদের দ্বিতীয় দিনে  জমজমাট সাহিত্য উৎসব

Home Page » বিবিধ » বংশীকুণ্ডায় ঈদের দ্বিতীয় দিনে  জমজমাট সাহিত্য উৎসব
মঙ্গলবার, ১২ জুন ২০১৮



স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে প্রয়াত ঔপন্যাসিক ডাঃ মিরাজ উদ্দিন’র স্মরণে ঈদের ২য় দিনে জমজমাট সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে।সকাল ১০ টা থেকে শুরু করে দুটো অধিবেশনে স্থানীয় স্কুল কলেজের শিক্ষাথীদের পাশাপাশি দেশ বরণ্যের লেখক,সাহিত্যিক,কলামিস্টগণ সানন্দে যোগ দেবেন উক্ত অনুষ্ঠানে।জানতে চাইলে আয়োজক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস),বাংলাদেশ’র সভাপতি জীবন কৃষ্ণ সরকার বলেন-”হাওর পারে সাহিত্য ভাবনা জাগিয়ে তুলতেই আমরা এধরণের অনুষ্ঠানের আয়োজন করেছি।আমরা  এভাবেই বিভিন্ন সময়ে সাহিত্য উৎসব আয়োজন করে সাহিত্য গুণীজনদের সম্মান জানাতে চাই।এতে সকলের সহযোগিতা কামনা করি।”
এসময় তিনি সাহিত্যপ্রেমী সকলের একান্ত উপস্থিতি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১০:৪০:৫৬   ৫৫১ বার পঠিত