মঙ্গলবার, ১২ জুন ২০১৮

বাবুই পাখির বাসা -মাফরূহা বেগম

Home Page » সাহিত্য » বাবুই পাখির বাসা -মাফরূহা বেগম
মঙ্গলবার, ১২ জুন ২০১৮



ফাইল ছবি বাবুই পাখির স্বপ্নখানি বাধবে সে এক বাসা তালগাছের ওই উচ্চডালে, দেখতে হবে খাসা। খড়কুটো সব করতে জোগাড় সারাটি দিন ধরে, যায় আর আসে বারে বারে শুধুই উড়ে উড়ে। অবশেষে বাবুই পাখি বাধলো সেথায় বাসা, অনেক যতন করল তারে মিটাতে তার আশা। দেখতে ভালো সে ঘরখানি সমুখপানে তার, কারূকলায় দক্ষ বাবুই বানালো এক দ্বার। উচ্চডালের ঘরখানিযে দেখতে দেখতে মনোহর, একটুখানি বাতাস পেলেই দুলছে দিবসভর। অবশেষে হঠাত করেই দমকা হাওয়ার ঝড়ে, সেই সে সাধের ঘরখানি তার ধূলায় গেল পড়ে। কান্দে বাবুই উড়ে উড়ে করে আসা যাওয়া, এক নিমেষেই শেষ হলো তার সকল চাওয়া পাওয়া। এ কোন বাসা বাধল বাবুই জানেনা সে হায়, বাসা বাধার স্বপ্ন যে তার ধূলাতে লুটায়।

বাংলাদেশ সময়: ১:০৫:১৮   ৪০১৪ বার পঠিত