রবিবার, ১০ জুন ২০১৮

জাতির গর্ব প্রমীলা ক্রিকেট - বাদল মেহেদী

Home Page » খেলা » জাতির গর্ব প্রমীলা ক্রিকেট - বাদল মেহেদী
রবিবার, ১০ জুন ২০১৮



 ফাইল ছবি

দুর্জয় আজ বাংলার নারী

প্রমাণ রেখেছে তার
প্রমীলা ক্রিকেটে জয় পেয়েছে
ভারত মেনেছে হার।

টি-টোয়েন্টি এশিয়া কাপের
শিরোপা এনেছে ঘরে
প্রতিপক্ষ শক্তিশালী
ভারতকে পরাভূত করে।

জাতির গর্ব প্রমীলা ক্রিকেট
আজ জানালো সেই সংবাদ
ছেলেরা যদি পিছু হটে যায়
তারা এনে দেবে বিজয়ের স্বাদ।

বাদল মেহেদী

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪২   ৫৮৭ বার পঠিত   #  #  #  #