শুক্রবার, ১৫ মার্চ ২০১৩

বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহায়তার হাত বাড়ালেন কাতার

Home Page » খেলা » বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহায়তার হাত বাড়ালেন কাতার
শুক্রবার, ১৫ মার্চ ২০১৩



স্পোর্টস রিপোর্টার বঙ্গ-নিউজ ডটকম : বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহায়তার বিষয়ে আলোচনা করতে কাতার ফুটবল এসোসিয়েশনের (কিউএফএ) সভাপতিসহ দশ সদস্যের প্রতিনিধি দল আজ শুক্রবার ঢাকা আসছে। একদিনের সফরে চার্টার্ড বিমানে কিউএফএ সভাপতি শেখ হামাদ বিন খলিফা বিন আহমদ আল থানির নেতৃত্বে দলটি শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। বাফুফে সূত্রে জানা গেছে প্রতিনিধি দলের সঙ্গে আরো থাকবেন  কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবলের অর্গানাইজিং কমিটির সম্পাদক হাসান আব্দুল­vহ আল থাওয়াদিও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, ভিশন ২০২২, জাতীয় দল ও ফুটবল একাডেমিতে সহায়তার জন্য কাতার প্রতিনিধি দলের কাছে প্রস্তাব রাখা হবে। বাফুফের ‘ভিশন ২০২২’ হলো কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার লক্ষ্য। তাই এই বিষয়েও দেশটির সহযোগিতা চাইবে বাফুফে।  কাতার বাফুফেকে মৌখিকভাবে সহায়তার প্রতিশ্রচতি দিলেও সহযোগিতার ধরন সম্পর্কে স্পষ্ট করেনি। এই বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ভিশন ২০২২, জাতীয় ও একাডেমি প্রসঙ্গেই কাতারের সহযোগিতা চাইবো আমরা। আশা করছি তারা আমাদের হতাশ করবে না।’  উলে­লখ্য, গত ৬ ফেব্রচয়ারি কাতারের দোহায় অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরচগুয়ের ফিফা প্রীতি ম্যাচ উপলক্ষে কিউএফএ’র আমন্ত্রণে বাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন কাতার সফর করেন। ঐ সফরে বাংলাদেশের ফুটবলের  উন্নয়নে কাতারের সহযোগিতা নিয়ে কিউএফএ’র সঙ্গে আলোচনায় সহযোগিতা চেয়েছিলেন। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের পার্টনার হতে কাতার যথেষ্ট আগ্রহী। তাই  মাত্র একমাসের ব্যবধানে কাতার হাই পাওয়ার দল ঢাকায় আসছে। বাফুফে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে আগামীকাল শনিবার দলটি কাতার ফিরে যাবে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৮   ৬২৮ বার পঠিত