রবিবার, ১০ জুন ২০১৮
না ফেড়ার দেশে চলে গেলেন সাংবাদিক আল-আমিন আহমেদ সালমানের নানা আনফর আলী মেম্বার”
Home Page » এক্সক্লুসিভ » না ফেড়ার দেশে চলে গেলেন সাংবাদিক আল-আমিন আহমেদ সালমানের নানা আনফর আলী মেম্বার”বঙ্গ-নিউজ:-সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য,বিশিষ্ট সমাজ সেবক, আওয়ামীলীগের প্রবীন নেতা,গ্রাম্য সালিশের স্বনামধন্য মাতব্বর ও সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান এর নানা মো.আনফর আলী(৯৫) আজ রবিবার সকাল সাড়ে ৭টায় বার্ধক্য জনিত কারনে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
এই পৃথীবিতে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। দাম্পত্য জীবনে তিনি তিনটি নিকাহ্ করেন এবং ৭ছেলে৭ মেয়ের জনক ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বঙ্গ-নিউজের সম্পাদক লুৎফর রহমান জয়,সময় টেলিভিশনের সুনামগঞ্জ প্রধিনিধি হিম্রাদ্রী শেখর ভদ্র,হাওর কবি জীবন কৃষ্ণ সরকার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী,সাবেক চেয়ারম্যান রাসেল আহমদ,বংশীকুন্ডা দক্ষিণ ইউ/পি চেয়ারমম্যান আজিম মাহমুদ, শিক্ষক শামীউল কিবরিয়া শামীম, চামরদানী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মনোজিত দাস মানব,মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি এম এ মান্নান ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি অমিত হাসান রাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:০৩:৪১ ৬৪৫ বার পঠিত