শনিবার, ৯ জুন ২০১৮

লালমনিরহাটে জুয়া খেলার অপরাধে ১১ জন গ্রেফতার

Home Page » আজকের সকল পত্রিকা » লালমনিরহাটে জুয়া খেলার অপরাধে ১১ জন গ্রেফতার
শনিবার, ৯ জুন ২০১৮



ফাইল ছবি

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জুয়া খেলার অপরাধে ১১ জন জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দিনভর জেলার হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
হাতীবান্ধা থানা ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার আসর থেকে রুবেল মিয়া, সাইনুর আলম ঝন্টু, বরাত হোসেন, সিরাজুল ইসলাম, সফিকুল ইসলাম, রমজান আলী, মশিউর রহমান নামে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময় দ.গড্ডিমারী এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে সফিকুল ইসলাম, মোহাসিন আলী, মোকতার হোসেন, নুর আলম নামে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃর্তদের জেল-হজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০:৫৬:৩৬   ৯২৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #