শুক্রবার, ৮ জুন ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৭জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি
Home Page » জাতীয় » ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৭জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি
বঙ্গ-নিউজ:ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৭জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের পুলিশে সোর্পদ করা হয়েছে। বর্ডার বৃহস্পতিবার (৭ জুন) বিকেলে তাদের আটক করা হয়।
সালদানদী বর্ডার বিওপি সূত্র জানায়, কসবার বায়েক ইউপির নয়নপুর বাজারে ১৭জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কক্সবাজারের পালনখালি ক্যাম্পে তাদের আত্বীয়-স্বজন আছে। তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল তারা।
কসবা থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, তাদের মেডিকেল পরীক্ষাসহ খাওয়া-দাওয়া সবকিছুর করা হচ্ছে। প্রচলিত বিধি মোতাবেক রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ১০:৩০:৫১ ৬৭০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম