শুক্রবার, ৮ জুন ২০১৮

‘ সিরিয়া থেকে রুশ সেনাদের ফিরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই’-পুতিন

Home Page » এক্সক্লুসিভ » ‘ সিরিয়া থেকে রুশ সেনাদের ফিরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই’-পুতিন
শুক্রবার, ৮ জুন ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: সিরিয়া থেকে রুশ সেনাদের শিগগিরি দেশে ফিরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় যতদিন রুশ স্বার্থ রয়েছে ততদিন সিরিয়ায় সেনা মোতায়েন থাকবে।

পুতিন বলেন, সিরিয়ায় তার দেশের সেনারা দুটি ঘাঁটিতে অবস্থান করছে। এর একটি হচ্ছে তারতুস বন্দর এবং অন্যটি হেমেইমিম বিমানঘাঁটি। সিরিয়ায় দীর্ঘ মেয়াদে সেনা রাখার জন্য তার দেশে কোনো স্থাপনা নির্মাণ করছে না; ফলে সেনা প্রত্যাহারের প্রশ্ন এলে তা দ্রুতই করা যাবে।

রাশিয়ার জনগণের বার্ষিক টেলিফোন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। তার এ বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়।

তিনি বলেন, সিরিয়ায় রুশ সেনা পাঠানো হয়েছে দামেস্ক সরকারের অনুরোধে। এ বিষয়ে আন্তর্জাতিক আইন পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়েছে।

তিনি জানান, সিরিয়ায় রুশ স্বার্থ নিশ্চিত করার জন্য সেখানে সেনা পাঠানো হয়েছে। বর্তমানে সিরয়ার সেনারা দেশের শতকরা ৯০ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে বলেও পুতিন জানান। পার্সটুডে

বাংলাদেশ সময়: ১০:২৩:৫২   ৬১০ বার পঠিত   #  #  #  #  #  #