শুক্রবার, ৮ জুন ২০১৮
জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী
বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে চারদিনের সফরে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে রাত আটটার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা কানাডার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন।
সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সমর্থন চাইবেন প্রধানমন্ত্রী। সফরকালে ১০ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৬ সালে জাপানে অনুষ্ঠিত জি-৭ এর আউটরিচে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোটের বাইরে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতাদের মূল সম্মেলনের বাইরে আয়োজিত আউটরিচ প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ উত্থাপন করবে। এছাড়া, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, সুশাসন, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও আলোচনা হতে পারে।
বাংলাদেশ সময়: ৭:২০:২৭ ৫৫৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম