বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮

মধ্যনগরে ঋণের টাকা আদায় নিয়ে সংঘর্ষ

Home Page » সংবাদ শিরোনাম » মধ্যনগরে ঋণের টাকা আদায় নিয়ে সংঘর্ষ
বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮



সংঘর্ষআল-আমিন আহমেদ সালমান,বঙ্গ-নিউজ:-সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মাদ আলীপুর বাজারে সমবায় সমিতির টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ।

স্হানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদ আলীপুর গ্রামের হারিছ উদ্দিনের ছেলে আসাম উদ্দিন ওরফে পারুল মিয়া(২৯) গ্রাম্য সমবায় সমিতি থেকে বিগত চার বছর আগে ৭হাজার টাকা ঋণ গ্রহন করে।যা চার বছরে চক্রবৃদ্ধিহারে ৪৯ হাজার টাকা হয়। পারুল মিয়া ঋণের তাগিদে বর্তমানে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় ফাঁড়ি জমিয়েছে।


পারুল মিয়ার বাবা মো.হারিছ উদ্দিন জানান,আমার ছেলেকে ঋণ দেওয়ার সময় সমিতির পক্ষ থেকে আমাকে জানানো হয়নি।  আমার ছেলে বর্তমানে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে আলাদা সংসার। ঋণের টাকা আদায় করতে না পারায় আমার একটি গাভী আটকে রেখেছে। গাভীটি ছাড়িয়ে আনতে গেলে সমিতির কয়েকজন লোক আমার দুই ছেলেকে বেঁধে রাখার চেষ্টা করে।

সমিতি কর্তৃপক্ষ জানায়, আমাদের টাকা না  পাওয়াতে আমরা গাভীটিকে আটকে রেখেছি।যদি টাকা দিয়ে দেয় তাহলে তাদে গাভী ফেরৎ দিয়ে দেব।


মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ বঙ্গ-নিউজকে জানায়, এই ব্যাপারে কোনো অভিযোগ ফেলে আমরা আইনী ব্যাবস্থা গ্রহন করব।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৯   ৭০১ বার পঠিত