
বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
নির্যাতিতা বোন তনুকে - রঞ্জন শিশির
Home Page » ফিচার » নির্যাতিতা বোন তনুকে - রঞ্জন শিশির
এত সুখ এত আনন্দের প্রেম,পৃথিবী সবই নিরর্থক
গোটা পৃথিবীকে করাঘাত করে গেলে প্রচন্ড ঘৃণায়
বিকৃত লালসার ছোবল পেলে চলার পথে উপহার
তোমাকে আজ কি যে বলতে চাই জেনেও জানিনা
চারিপাশে ভীড় জমায় ব্যথাতুর অবনত শব্দের দল।
নির্যাতিতার তালিকায় স্মরণিকা হবে বোন আমার
আমাদের মাঝে দেখে গেলে বিবেকবোধের খড়া
কেবলই বিশ্বাসের আশ্রয়ে অবিশ্বাসের ছড়াছড়ি
সেদিন তোমার বেদনাকাতর দেহের ছটফটানি
আমাদের দমাতে পারেনি একটুও ….
আধোফোটা কলি অপরাজিতা, অভিমানি বোন
লজ্জিত অনুতপ্ত শব্দাবলী লুটায় তোমার চরণে
মনে মনে উচ্চারণ করি ক্ষমা করো আমাদের
ব্যর্থতায় কেবলই আমরা ব্যথিত, কেবলই দুঃখিত
আমরা দিতে পারিনি তোমায় নিরাপদ পথ।
পাশবিক বর্বর নির্যাতনের দালিলিক স্বাক্ষী তুমি
টেটাবিদ্ধ আত্মার কষ্টগুলো কেবলই অনুভব করি
ব্যর্থ প্রতিবাদ, মুখরিত রাজপথ, মিছিল, মিটিং
দুর্বার আন্দোলন তোমার মৃত্যুহীন মৃত্যুকে ঘিরে।
বাংলাদেশ সময়: ১২:৫০:০৫ ১৩৬৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম