বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
কালিয়াকৈর অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » কালিয়াকৈর অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধারফজলুল হক.বঙ্গ নিউজ:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাশাকৈর এলাকার খেঁজুরগাছ নামক স্থান থেকে বুধবার সকালে রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন কালিয়াকৈর থানা পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাশাকৈর এলাকার খেজুরগাছ নামক স্থানে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাশে বুধবার সকালে জবাই করা ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার বয়স আনুমানিক ২২ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরণে ছিল নীল জিন্স প্যান্ট ও হালকা লাল রংয়ের শার্ট। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক কোনো গাড়ির চালক বা হেলপার। ওই যুবককে অন্য কোথাও জবাই করে হত্যার পর ওই স্থানে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনর্চাজ উপপরির্দশক (এসআই) মিনহাজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছে।
বাংলাদেশ সময়: ১২:০০:৪৪ ৫৩০ বার পঠিত