
বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ৬ পিকেকে সন্ত্রাসী নিহত
Home Page » জাতীয় » উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ৬ পিকেকে সন্ত্রাসী নিহত
বঙ্গ-নিউজ: উত্তর ইরাকি অঞ্চলে বিমান হামলায় ৬ পিকেকে সন্ত্রাসী নিহত হয়েছে। এই অঞ্চলে তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) এই হামলা চালিয়েছে।
বুধবার (৬ জুন) ১৬ টি সন্ত্রাসবাদী লক্ষ্যমাত্রা ধ্বংস করা হয় বলে এক বিবৃতি জানিয়েছে টিএসকে।
জানা যায়, কয়েক দশক ধরেই তুরস্কের সাথে পিকেকে রক্তাক্ত অভিযান লিপ্ত রয়েছে। এদিকে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়া পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ।
বাংলাদেশ সময়: ১০:১৬:০৩ ৪৭০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম