
মঙ্গলবার, ৫ জুন ২০১৮
ড. রফিকুল ইসলাম তালুকদারের আগমনে মধ্যনগরে আনন্দ মিছিল
Home Page » সংবাদ শিরোনাম » ড. রফিকুল ইসলাম তালুকদারের আগমনে মধ্যনগরে আনন্দ মিছিলআল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজ:-মঙ্গলবার(৫ ই জুন)সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. রফিকুল ইসলাম তালুকদার তার চলমান জনসংযোগ, জনতার সাথে ইফতার ও নির্বাচনী এলাকায় সফরসূচীর অংশ হিসেবে মধ্যনগর পৌঁছান।
ড. রফিকুল ইসলাম তালুকদারের আগমনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের স্থানীয় কর্মী ও নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানায়। মধ্যনগর থানা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ড. রফিকুল ইসলাম তালুকদারকে সামনে রেখে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি দলীয় স্লোগানের মাধ্যমে মধ্যনগর বাজার প্রদক্ষিণ করে।
পরে ড. রফিকুল ইসলাম তালুকদার মধ্যনগর থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু নিপেন চন্দ্র রায়ের কার্যালয়ে থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপেন চন্দ্র রায়, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন তালুকদার, মধ্যনগর থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ মো.আলী হোসেন, আওয়ামীলীগ নেতা আলাল উদ্দিন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এই সময় ড. তালুকদার স্থানীয় নেতৃবৃন্দ ও মধ্যনগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৭ ৯৫১ বার পঠিত